এয়ার কুলার | বেস্ট ব্র্যান্ড [আজকের দাম] | best air cooler in Bangladesh

তীব্র গরমে জীবন বিপর্যস্ত সবার । সূর্যের অসহনীয় তাপে ঘরের বাইরে পা রাখার উপায় নেই। সেই সাথে ঘরের ভিতরেও ফ্যানের বাতাস যেন গরমের সাথে পাল্লা দিয়ে টিকতে পারছে না। সারাদিন কাজটাজ শেষে ঘামে ভেজা শরীর নিয়ে ফ্যানের নিচে বসে মন ভরে না। এই গরম থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় হচ্ছে বাড়িতে এসি’র ব্যবস্থা করা। কিন্তু এসি ব্যবহার অপেক্ষাকৃত ব্যয়বহুল । আমাদের অনেকের জন্যই এটা অসম্ভব প্রায়।

খুব সহজেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাবার আরেকটি উপায় হল আপনার ঘরে একটি এয়ার কুলারের ব্যবহার, যার ব্যবহার খরচ আপনার হাতের মুঠোতেই।তাই, দেরি না করে আজই বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন।   

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন 

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন | best air cooler in Bangladesh


 

 এয়ার কুলার কি কাজ করে

এখন প্রশ্ন হচ্ছে, এয়ার কুলার কি কাজ করে ? এয়ার কুলারে একটি আটকা কক্ষের ভিতর ফ্যান থাকে এবং পানি রাখার জায়গা থাকে। পানিতে ভেজা ছাকুনির মধ্য দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করে এবং বাতাস বের হয়ে আসার সময় পানিকে সমপরিমান ঠান্ডা করে ভিতরের ফ্যান তা বাইরে বের করে দেয়। তাই এয়ার কুলার হতে পানির সমপরিমান ঠান্ডা বাতাস পাওয়া যায়। এয়ার কুলার পরিচালিত হয় পানি ও বরফ দিয়ে।বিদ্যুৎ খরচ অনেক কম। যে কোন রুমেই চালানো সম্ভব। পোর্টেবল হওয়ায় সুবিধাও অনেক। সবচেয়ে বড় কথা হলো, অল্প টাকায় দাম, যা মধ্যবিত্তের নাগালের মধ্যে।

এয়ার কুলার এর সুবিধা অসুবিধা

এবার এয়ার কুলার এর সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা।যেহেতু স্বাভাবিক পরিবেশের বাইরে একটি মেশিন ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় সুতরাং এর সুবিধা ও অসুবিধা দুই দিকই রয়েছে। সুবিধাসমূহ,  এয়ারকন্ডিশনের তুলনায় অনেক কম খরচ, ইনস্টলেশনের কোন বাড়তি ঝামেলা নেই, পোর্টেবল হওয়ায় প্রয়োজন মত ঘরের যে কোন প্রান্তে ব্যবহার উপযোগী, ঘরের ভিতর অনেক জায়গা লাগে না। এক্সট্রা টিপস হিসাবে একটা কথা জানিয়ে রাখি, কেনার আগে বাজার যাচাই করা অত্যন্ত জরুরি। বিভিন্ন দামে বাজারে বিভিন্ন  ব্র্যান্ডের এয়ার কুলারের রয়েছে, যাদের দামও বিভিন্ন জায়গায় কিছুটা কম বেশি হয়। তাই  কেনার আগে আপনি অবশ্যই  বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন।   এবার অসুবিধাসমূহ, বেশি আর্দ্র পরিবেশে কাজ করতে ততটা সক্ষম নয়, ভেন্টিলেশন দুর্বল হলে  কাজ করতে ব্যর্থ হয়, এয়ার কন্ডিশনার এর মত শক্তিশালী না হওয়ায় তুলনামূলক অনেক কম ঠাণ্ডা হয়, নয় হাঁপানি রোগীদের জন্য ব্যবহার বিপদজনক।

আরও পড়ুন...

এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ

এয়ারকুলার কেনার আগে এর দাম জানা খুবই জরুরী। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের এয়ারকুলার  রয়েছে।কেনার আগে দাম যাচাই করা এবং একই সাথে ভালো ব্যান্ডের এয়ার কুলার বেছে নিতে পারলে আপনি লাভবান হবেন।

সাধারণত বাজারে ৫০০০ থেকে ১০০০০ এর মধ্যেই একটি ভালো ব্র্যান্ডের এয়ার কুলার পেয়ে যাবেন। অনলাইনের মাধ্যমেও আপনি  এয়ারকুলার কিনতে পারেন।অনলাইনের মাধ্যমে শপিং করার একটি বড় সুবিধা  হচ্ছে এখানে আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাজেটের  এয়ারকুলারের মধ্যে তুলনামূলক যাচাই করতে পারবেন, যা দোকান দোকান ঘুরে দেখার চেয়ে অনেক সুবিধাজনক এবং অনেক কম সময় সাপেক্ষ।

ভালো মানের এয়ার কুলার

এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই চিন্তা করছেন এয়ারকুলারের কথা।  সহজ রক্ষণাবেক্ষণ ও দামে কম হওয়ায় এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। একটি ভালো এয়ারকুলার কেনার আগে জেনে নেওয়া এয়ারকুলার টি আপনার জন্য পারফেক্ট। বর্তমান বাজারের প্রধানত চার রকমের এয়ারকুলার পাওয়া যায়। 
পার্সোনাল কুলার

সাধারণত বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য এই এয়ারকুলার ব্যবহৃত হয়।  আকারে ছোট হওয়ায় এই এয়ারকুলারটি   খুব সহজেই ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো সম্ভব হয়। বিশেষ করে ছোট ঘরের জন্যই এয়ারকুলারটি এই ডিজাইন করা, যা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ।


টাওয়ার কুলার

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন | best air cooler in Bangladesh


টাওয়ার এয়ারকুলার সাধারণত বড় জায়গায় ব্যবহৃত হয়। এই এয়ারকুলার থেকে বাতাস উলম্ব ভাবে বের হয়, যার ফলে অল্প সময়ে এয়ারকুলারটি অনেকটা জায়গা ঠান্ডা হতে পারে। মাঝারি মাপের ঘরের জন্য এটি আদর্শ।


উইন্ডো কুলার

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন | best air cooler in Bangladesh


উইন্ডো এয়ারকুলার হাই পারফরম্যান্স এর জন্য ব্যবহৃত হয় । উইন্ডো কুলারের বডি বাড়ির বাইরে থাকে। অন্যান্য কুলার থেকে এই উইন্ডো কুলারে  বিদ্যুৎ খরচ  কম। 


ডেসার্ট কুলার

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন | best air cooler in Bangladesh


নাম শুনেই বোঝা যাচ্ছে, যেসব এলাকায় তাপমাত্রা খুব বেশি এবং আর্দ্রতা খুব কম সেসব জায়গায় ডেসার্ট কুলার ব্যবহৃত হয়। পানি থেকে উঠে আসা ঠান্ডা বাতাস মাধ্যমে ঘরের মধ্যে পাঠিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করাই এই কুলারের কাজ। 

আপনি কোন ধরনের এয়ার কুলার কিনবেন

সঠিক এয়ার কুলার নির্বাচন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হবে। এর মধ্যে রয়েছে আপনার ঘরের আয়তন, ঘরের উচ্চতা, বাইরের তাপমাত্রা, পানিরর ক্ষমতা, পরিবেশের আর্দ্রতা। এছাড়াও ঘরের কোথায় কুলার বসবে সেটিও জরুরি। এই সব বিষয়ে সঠিক তথ্য দিয়ে নির্বাচন করতে হবে আপনার জন্য আদর্শ এয়ারকুলার। 

আমাদের গুগল নিউজ ফলো করুণ

এয়ার কুলারে কী কী ফিচার থাকা জরুরি 

এয়ার কুলার কেনার সময় খেয়াল রাখতে হবে  যেন তা অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী হয়। এছাড়াও উন্নত মানের প্যাড থাকা বাঞ্ছনীয়। এছাড়াও কিছু কুলারে রিমোট কন্ট্রোল, অটো ফিল ফাংশন দেখা যায়। পানির পাশাপাশি বরফের জন্য অতিরিক্ত চেম্বার থাকলে তা ঘর দ্রুত ঠাণ্ডা করতে সাহায্য করে ।

আপনাদের সুবিধার্থে নিচে বাংলাদেশের ভালো কিছু ব্র্যান্ডের এয়ারকুলারেরমূল্য রেঞ্জ উল্লেখ করা হলো

আরও পড়ুন.........

ওয়ালটন এয়ার কুলার দাম 2022

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন | best air cooler in Bangladesh


খুব অল্পসময়ের মধ্যেই ওয়ালটন,  ইলেকট্রনিক্স পণ্যের জন্য ক্রেতাদের মনে আলোড়ন তৈরি করেছে।  অপেক্ষাকৃত কম মূল্যে ভালো পণ্য তৈরিতে ওয়ালটনের সুনাম এখন সর্বক্ষেত্রে। ওয়ালটনের রয়েছে নিজস্ব ব্র্যান্ডের এয়ার কুলার। ৬ হাজার থেকে ১৫ হাজার টাকার ভিতরে আপনি বেছে নিতে পারেন ওয়ালটনের কর্মক্ষমতা  এবং সুবিধার ভিত্তিতে  আলাদাকৃত বিভিন্ন মডেলের এয়ারকুলার।কেনার আগে অবশ্যই অনলাইন থেকে বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন।   


ভিশন এয়ার কুলার দাম

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন | best air cooler in Bangladesh


বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ব্যান্ড ভিশন।ভিশন ব্র্যান্ডেরও রয়েছে বিভিন্ন মডেলের এয়ার কুলার।  মডেলের  বিভিন্নতার ভিত্তিতে ৯ হাজার টাকা থেকে 15 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ভিশনের এয়ার কুলার।


সিঙ্গার এয়ার কুলার প্রাইস ইন বাংলাদেশ

বেস্ট ব্র্যান্ডের এয়ার কুলারের আজকের দাম জানুন | best air cooler in Bangladesh


ইলেকট্রনিক্স পণ্যের জন্য সিঙ্গার একটি প্রসিদ্ধ ব্র্যান্ড। বহু বছর ধরে বাংলাদেশে সিঙ্গার এর বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ব্যবহৃত হয়ে আসছে। সিঙ্গারের রয়েছে নিজস্ব ব্যান্ড-এর এয়ার কুলার। সাধারণভাবে ৮ হাজার টাকা থেকে ১৫  হাজার টাকায় আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দ মত  সিঙ্গারের বিভিন্ন মডেলের এয়ারকুলার।


এই গরমে একটি ভালো এয়ারকুলার হয়ে উঠুক আপনার শান্তির আশ্রয়, এই কামনায় শেষ করছি আজকের মত।আর কোন কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন,  সুস্থ থাকবেন। 


Next Post
No Comment
Add Comment
comment url